পঞ্চগড়ে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ১

0
603
blank
blank

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পাথর শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। জানা গেছে, মাটি খনন করে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে মারমুখী অবস্থান নেয় কয়েক হাজার পাথর শ্রমিক। আন্দোলনকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

এ সময় জুমার উদ্দিন নামে এক শ্রমিক নিহত হন। এছাড়াও আট পুলিশ সদস্যসহ আহত হন কমপক্ষে ১৫ জন।

আহতদের পঞ্চগড় আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত তিনজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এর আগে গত জুলাইয়ে তেঁতুলিয়াসহ পুরো পঞ্চগড়ে বোমা মেশিন ও মাটি খনন করে পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। এর আগে ওই এলাকায় অবৈধ বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করছিল একটি চক্র।