পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ: ডিএমপি কমিশনার

0
475
blank
blank
অনলাইন ডেস্ক: ২০১৮ সালের এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালীন কেন্দ্রসমূহের দুইশত গজের মধ্যে জনসাধারণের অনধিকার প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া আজ মঙ্গলবার এই কথা জানান।
তিনি বলেন, এই আদেশ আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে তা বলবৎ থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারি থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। যেহেতু পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন, সেহেতু পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ (দুইশত) গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হলো।