পাইলগাঁও ইউনিয়নে আওয়ামীলীগের তিন চেয়ারম্যান প্রার্থীর নাম প্রস্তাব

0
435
blank
blank

জগন্নাথপুর প্রতিনিধি: ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে তৃণমুল থেকে প্রার্থী নির্ধারণ করতে মঙ্গলবার বিকেলে স্বাধীনবাজারে দলীয় কার্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল তাহিদের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সদস্য সাবেক পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর আলী আফজল, ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুন্দর উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সৈয়দ কলমদর আলী, প্রচার সম্পাদক আনসার মিয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খালেদ আহমদ, আইন বিষয়ক সম্পাদক সাব্বির আহমদ, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রকিব উদ্দিন, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবাব মিয়া, ৩ নং ওয়ার্ড সভাপতি ইদ্রিছ খান, ৪নং ওয়ার্ড সভাপতি রুস্তম উল্যাহ, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মিহির লাল রায়, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবুল ফজল, ৭নং ওয়ার্ড সভাপতি নুরুল হক,৮নং ওয়ার্ড সভাপতি আব্দুল খালিক,৯নং ওয়ার্ড সভাপতি বাতির মিয়া, ইউনিয়ণ যুবলীগ নেতা কয়ছর রশীদ, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব।

সভায় ৯টি ওয়াডের্র আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের বক্তব্যে পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ থেকে প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আপ্তাব উদ্দিন ও পাইলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সদস্য মঞ্জুর আলী আফজল, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি সুন্দর উদ্দিনের নাম প্রস্তাব করেন। জানা যায়, তৃণমুল আওয়ামীলীগের নেতাকর্মীরা একক প্রার্থীর বিষয়ে ঐক্যমতে পৌঁছতে না পারায় তিনজনের নাম উপজেলায় পাঠানো হবে। পরে উপজেলা কমিটি একজনকে মনোনয়ন দিবে।