পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের চিকিৎসায় ৪৮৩টি মেডিকেল টিম

0
471
blank

ঢাকা : পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের চিকিৎসায় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ৪৮৩টি মেডিকেল টিম চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার দুপুরে ঢাকায় সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মন্ত্রী জানান, বুধবার সন্ধ্যায় মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান ও স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ের একটি টিম পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে যাবেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকার সর্বশেষ খোঁজখবর নেন। গত কয়েকদিনের টানা বর্ষণে মঙ্গলবার চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবানে পাহাড় ধসে অন্তত ১৪১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অনেকে।

এর মধ্যে রাঙ্গামাটিতে সড়কের ওপর ধসে পড়া পাহাড়ের মাটি সরাতে গিয়ে চাপা পড়ে নিহত হয়েছেন দুই কর্মকর্তাসহ ৪ সেনা সদস্য।

টানা বর্ষণে পাহাড়ের মাটি নরম হওয়ায় সেখানে বসবাসকারীদের ওপর মাটি ধসে পড়ে প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানান সংশ্লিষ্টরা।