পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে ভয় নেই মুস্তাফিজের

0
973
blank

ক্রীড়া প্রতিবেদক: অস্ত্রোপচারের পর কাঁধের সঙ্গে ঝোলানো ছিল বাঁহাত। সেটা আর নেই। ব্যথা-অস্বস্তিও নেই। মুস্তাফিজুর রহমানের পুনবার্সনের প্রথম ধাপ শুরু হয়ে গেছে। সপ্তাহখানেকের ভেতর শুরু হবে পরের ধাপ। যেটি দীর্ঘ, ক্লান্তিকর একটি প্রক্রিয়া। তবে মুস্তাফিজ জানালেন, চ্যালেঞ্জটি নিতে তিনি প্রস্তুত।
গত জুলাইয়ে ইংল্যান্ডে সাসেক্সের হয়ে খেলতে গিয়ে চোট পান মুস্তাফিজ। লন্ডনে গত ১১ অগাস্ট অস্ত্রোপচার হয় তার বাঁ কাধে। এরপর কিছু দিন ছিল শুধুই বিশ্রাম। দিন কয়েক হলো, শুরু হয়েছে পুনর্বাসন। সোমবার বিসিবিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুস্তাফিজ জানালেন, সবকিছু এগোচ্ছে ঠিক পথেই।

“এখন অনেক ভালো আছি। অপারেশনের পর ৬ সপ্তাহ মতো পার হয়েছে। ডাক্তার যেভাবে বলেছে, সেভাবেই কাজগুলো করছি। সবকিছু ভালোর দিকে যাচ্ছে।”

“২-১ দিনের মধ্যে রিহ্যাব শুরু হবে। সবকিছু ঠিকঠাক করছেন বায়োজিদ ভাই (জাতীয় দলের ফিজিও)।”

মুস্তাফিজ যদিও বলছেন, পুনবার্সন শুরু হবে দুই-এক দিনের মধ্যে, আদতে সেটা শুরু হয়েই গেছে। জাতীয় দলের ফিজিও বায়োজিদুল ইসলাম খান জানালেন, এখনও কেবল প্রাথমিক পর্যায়ে বলেই পুনবার্সনের ধকলটি বুঝতে পারছেন না মুস্তাফিজ।