পুলিশ বিনা উসকানিতে হামলা চালিয়েছে পুলিশ: রিজভী

0
466
blank

ঢাকা: দলের চেয়ারপার্সন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানানোর জন্য রাস্তায় জড়ো হওয়া নেতাকর্মীদের উপর পুলিশ বিনা উসকানিতে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পুলিশ নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর আজকে গুলিবর্ষণ, লাঠিচার্জ করে আক্রমণ চালিয়েছে। এতে দলের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন। বেশি কিছু নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ওই অভিযোগ করেন রিজভী।
তিনি বলেন, জমায়েত ও ভিড় থেকেই সরকারের মনে ভয় ঢুকেছে। আতঙ্কিত হয়েই বিরোধী দলের নেতাকর্মীদের ওপর সরকার পুলিশ বাহিনী দিয়ে আক্রমণ চালাচ্ছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে স্বেচ্ছাচারীভাবে বিরোধী দল দমন করার কাজে লাগিয়ে দিয়েছে। হবু নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার বিষয়ে রিজভী বলেন, নতুন সিইসি বলেছেন, জাতীয় সংসদের নির্বাচন নির্বাচিত সরকারের অধীনে হওয়া উচিৎ। নতুন সিইসি তো জনতার মঞ্চের একজন সংগঠক ছিলেন, উনি তো আওয়ামী লীগের মুখপাত্রের মতোই কথা বলবেন। আর এটাই স্বাভাবিক। এরকম ব্যক্তির পক্ষে নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করা কিভাবে সম্ভব হবে? সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।