প্রতিবন্ধী হওয়াটা অপরাধ নয়: প্রধানমন্ত্রী

0
466
blank

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবন্ধী হওয়াটা কোনো অপরাধ নয়। তাদের অবহেলা নয়, সহযোগিতা করতে হবে। কারণ তারাও সমাজের একটি অংশ। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশে প্রতিবন্ধীদের সংখ্যা জানতে ডাটাবেইস তৈরি করা হবে। ইতিমধ্যে তাদের সহায়তায় সরকারি ট্রাস্ট গঠন করা হয়েছে। সারা দেশে ৬ লাখ প্রতিবন্ধীকে ভাতা দেওয়া হচ্ছে। ৬০ হাজার প্রতিবন্ধী শিক্ষার্থীকে বিশেষ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।