প্রধানমন্ত্রীর বক্তব্য জাতিকে হতাশ করেছে: মির্জা ফখরুল

0
520
blank

ঢাকা: জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্য জাতিকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলন করেন ফখরুল। তিনি বলেন, জাতির প্রত্যাশা ছিল দেশে যে রাজনৈতিক গভীর সঙ্কট চলছে তার কিছু দিক নির্দেশনা থাকবে প্রধানমন্ত্রীর বক্তব্যে। কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যে সঙ্কট নিরসনের কোন দিক নির্দেশনা ছিল না। অবিলম্বে আলাপ আলোচনার মাধ্যমে সব দলের অংশগ্রহণে একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবি জানান ফখরুল। ‘জিয়াউর রহমান অবৈধ প্রেসিডেন্ট, বিএনপিও অবৈধ’-প্রধানমন্ত্রীর এ বক্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি অবৈধ হলে আওয়ামী লীগও অবৈধ। বাকশাল গঠনের পর আওয়ামী লীগের বিলুপ্তি ঘোষণা করা হয়েছিল। পরে জিয়াউর রহমানই দল হিসেবে আওয়ামী লীগকে নিবন্ধন দিয়েছিলেন।
সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কে। কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। দেশ উন্নয়নের মহাসড়কে নয়, দেশের অর্থনীতি লুটপাটের মহাসড়কে চলে গেছে। বিএনপির আমলের শেষ অর্থবছরে আমরা প্রবৃদ্ধি ৬.৭ শতাংশে রেখে এসেছিলাম। গত সাত বছরে এ জায়গায় আর প্রবৃদ্ধি যেতে পারেনি। সরকার গ্রামীণ অর্থনীতি, অবকাঠামো ও রাস্তাঘাট ধবংস করে দিয়েছে। রাজধানীতে কিছু ফ্লাইওভার ও মেট্রোরেল এর উদ্যোগ নিয়ে উন্নয়নের প্রসাধনী লেভেল লাগানোর চেষ্টা চলছে। সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান উপস্থিত ছিলেন।