প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে যা বললেন মান্না

0
498
blank
blank

নবগঠিত রাজনৈতিক জোট যুক্তফ্রন্ট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়ার তিনদিন পর এ নিয়ে মুখ খুললেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। নেপাল সফর সম্পর্কে জানাতে গত রবিবার গণভবনে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী। সেখানে তিনি নতুন রাজনৈতিক জোট এবং তাদের নেতাদের নিয়ে অনেকটা ঠাট্টা-তামাশা করেন।

ওইদিন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মান্না একসময় আমাদের দলে (আওয়ামী লীগ) ছিলেন। তিনি বেশ ভালো লেখেন। যখন আওয়ামী লীগে এলেন, আমি বললাম, যখন অন্য দল করতেন তখন আওয়ামী লীগের বিরুদ্ধে বেশি বেশি লিখতেন। তো এখন আমাদের পক্ষেও কিছু লেখেন। এ কথা শুনেই মান্না, জুড়ে দেয় কান্না।’

প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার (৫ সেপ্টেম্বর) নাগরিক ঐক্য আয়োজিত এক অনুষ্ঠানে মান্না বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আমি কাঁদি। হ্যাঁ, আমি কাঁদি, প্রধানমন্ত্রীকে দেখে কাঁদি। আওয়ামী লীগকে দেখে কাঁদি। আর আমি যদি লিখি, তাহলে চোর বলে লিখতে হবে। লিখতে গেলে শেষ করা যাবে না।’

তিনি বলেন, ‘এই সরকার চোর। এই সরকারকে জনগণ আর চায় না। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে।’

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘শেয়ারবাজার, বন-জঙ্গল, পানি, পাথর, কয়লা, জমি-সব খেয়েছে এই সরকার।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘এ সরকারকে জনগণ চায় না। জনগণ বোঝে, কাকে কীভাবে শায়েস্তা করতে হয়। সিটি করপোরেশন নির্বাচনে সিলেটে ত্রাস করেছে, খুলনায় করেছে, রাজশাহীতে করেছে। সিলেটে ত্রাস করেও জিততে পারেনি। জনগণ জবাব দিয়েছে।’