প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিল আর নেই

0
468
blank
blank

ঢাকা: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) ও সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুল হক শাকিল আর নেই। (ইন্না লিল্লাহে…রাজিউন)। মঙ্গলবার দুপুরে গুলশানের একটি রেস্টুরেন্টে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আসিফ কবির এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়ে সন্তান রেখে গেছেন। ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাকিল এর আগে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সেল সিআরই পরিচালনা ও প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিবের দায়িত্ব পালন করেন।
মাহবুবুল হক শাকিলের জন্ম ১৯৬৮ সালের ২০শে ডিসেম্বর টাঙ্গাইলে। তার বাবা এডভোকেট জহিরুল হক খোকা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি। শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। রাজনীতি থেকে সরকারি দায়িত্বে আসা শাকিল লেখালেখিও করতেন। তার প্রকাশিত গ্রন্থ ‘খেরোখাতার পাতা থেকে’ ও ‘মন খারাপের গাড়ী’।