প্রশ্নপত্র আনা-নেওয়ার সময় কালো কাচের গাড়ি ব্যবহার করা যাবে না: শিক্ষামন্ত্রী

0
470
blank

ঢাকা: ট্রেজারি থেকে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র আনা-নেওয়ার সময় কালো কাচের গাড়ি ব্যবহারে প্রশ্নপত্র ফাঁস হওয়ার আশঙ্কা থাকে বিধায় এ ধরণের গাড়ি ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
তিনি বলেন, প্রশ্নপত্র আনা-নেওয়ার সময় কালো কাঁচের গাড়ি ব্যবহার হলে প্রশ্নপত্র ফাঁস হওয়ার আশঙ্কা থাকে। তাই ট্রেজারি থেকে প্রশ্নপত্র আনা-নেওয়ার সময় কালো কাচের গাড়ি ব্যবহার করা যাবে না।
সম্প্রতি প্রশ্নফাঁসে যুক্ত থাকার দায়ে রাজধানীর কয়েকটি স্কুল-কলেজের শিক্ষক ধরা পড়েন। এরপর প্রশ্ন আনা-নেওয়ার কাজে নিযুক্ত শিক্ষকরাই প্রশ্ন ফাঁসে যুক্ত হওয়ার বিষয়টা বেরিয়ে আসে।
প্রসঙ্গত, গত ২ এপ্রিল থেকে দেশের দুই হাজার ৪৯৭টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন শিক্ষার্থী।