ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নিয়ে কি খুন!

0
581
blank

চট্টগ্রাম : সুদীপ্ত বিশ্বাস চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে গণিত বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স পাশ করেছেন। চট্টগ্রাম সিটি কলেজ কেন্দ্রীক ছাত্রলীগের রাজনীতি করতেন তিনি। এরআগে ছাত্রলীগ নালাপাড়া ইউনিটেরও সভাপতি ছিলেন তিনি। ২০১৩ সালের অক্টোবরে চট্টগ্রাম মহানগর কমিটি ঘোষণা করা হলে পদবঞ্চিত হন। এসময় পদবঞ্চিত নেতারা বিদ্রোহ ঘোষণা করেন। এরমধ্যে সুদীপ্তও ছিলেন। পরে নগর কমিটির সহ সম্পাদক করা হলে নগর সভাপতি ইমরান আহমেদ ইমুর অনুসারী হিসেবে রাজনীতি করতেন। কিন্তু দীর্ঘদিন সিটি কলেজের কমিটি ও ছাত্রসংসদের নির্বাচন না হওয়ায় ক্ষুব্ধ ছিলেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরব ছিলেন তিনি। গত ১৭ সেপ্টেম্বর ফেসবুকে পোস্ট দেন ‘অভিনন্দন ছাত্র সংসদ। আজ ১৭ সেপ্টেম্বর ১ যুগ পূর্তিতে আর কি লাগে জীবনে!!!’ গত ২৮ সেপ্টেম্বরের পোস্টে লিখেন-‘কলেজের বারান্দায় হাটেনি এমন পাবলিকও আজকাল মিছিল পরবর্তী সমাবেশের মঞ্চে উঠে। নোংরামি আর কত?’

নগর ছাত্রলীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সিটি কলেজে ছাত্রলীগের রাজনীতি নিয়ে যুবলীগের দুই নেতার মধ্যে দ্বন্দ্ব চলছে। এসব বিষয়ে বিভিন্ন সময় পোস্ট দিয়েছেন সুদীপ্ত। এনিয়ে অনেকে তার উপ ক্ষিপ্ত ছিল। তারাই তাকে খুন করতে পারে।’

নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু সমকালকে বলেন, ‘সিটি কলেজে ছাত্রলীগের মধ্যে প্রকাশ্য কোনো বিরোধ নেই। অভ্যন্তরীণ বিরোধ থাকতে পারে উড়িয়ে দেওয়া যায় না। ব্যক্তিগত হোক বা আভ্যন্তরীণ হোক খুনিদের শনাক্ত করে অবিলম্বে শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি।’