ফৌজদারি আইনের আবরণে রাজনৈতিক বিচার হচ্ছে: মওদুদ আহমেদ

0
588
blank
blank

স্টাফ রিপোর্টার : খালেদা জিয়ার আইনজীবী মওদুদ আহমেদ বলেছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে ফৌজদারি আইনের আবরণে রাজনৈতিক বিচার হচ্ছে। তিনি আরো বলেছেন, যেখানে স্পিডি ট্রায়াল হচ্ছে ঠিকই ,পাবলিক ট্রায়াল হচ্ছে না, ক্যামেরা ট্রায়াল হচ্ছে।  বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারের আলীয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার যুক্তিতর্ক শুনানি শেষে মওদুদ আহমেদ এসব কথা বলেন।
তিনি বলেন, এ মামলা রাজনৈতিক প্রতিহিংসার চরম দৃষ্টান্ত। কারণ বেগম জিয়ার জনপ্রিয়তা সামনে নির্বাচন আসছে। মওদুদ বলেন, এ আদালতে আরো ১৪টি মামলা পাঠিয়ে দেয়া হয়েছে।

সরকারের এই যে দুরভিসন্ধিমূলক আচরণ এটি গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি। যদি রাজনৈতিক কারণ না থাকতো তাহলে যে আদালতে এ মামলা উঠেছিল সে আদালত তা খারিজ করে দিতে পারতো।
মওদুদ বলেন, তার স্বামীর নামে এই ট্রাস্ট। সেই ট্রাস্টের টাকা তিনি আত্মসাৎ করবেন এটি কোনোমতে কেউ বিশ্বাস করবেন না।