বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে তরুণদের

0
424
blank
blank

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে হবে আজকের তরুণদের। বঙ্গবন্ধু আমাদের সাথেই আছেন। তিনি সর্বত্রই আছেন। আমাদের স্মৃতিতে আছেন। আমাদের অন্তরে আছেন। তিনি বলেন, মিরজাফর, মুশতাকের মতো বিশ্বাস ঘাতকদের কাছ থেকে সতর্ক থাকতে হবে। হত্যাকারীদের বিচার হচ্ছে। যারা দেশের বাইরে আছে তাদের বিচারের আওতায় আনতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সিআরই এই অনুষ্ঠানের আয়োজন করে।
আরেফিন সিদ্দিক বলেন, কালো অধ্যায় আমরা পাড়ি দিয়েছি। চড়াই উৎরাই পেড়িয়ে এসেছি। ৩০ লক্ষ মানুষ রক্ত দিয়ে যে দেশ স্বাধীন করেছে সেই দেশের প্রতিনিধিত্ব করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
অনুষ্ঠানে এই সময় উপস্থিত ছিলেন, আইনমন্ত্রী আনিসুল হক, মানবাধিকার কমিশনের সাবেক চ্যায়ারম্যান ড. মিজানুর রহমান, সংসদ সদস্য অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পী ও সাংবাদিক স্বদেশ রায় প্রমুখ।