বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সিভিল প্রশাসনও জড়িত ছিল: শেখ সেলিম

0
471
blank
blank

গোপালগঞ্জ: ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে শুধু সামরিক নয়, সিভিল প্রশাসনও জড়িত ছিল।’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেন, ‘শেখ মুজিবুর রহমানকে খুনের মূল রহস্য উদঘাটনের জন্য একটা তদন্ত কমিশন গঠন করা হবে। সে কমিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই গঠন হবে।’ মঙ্গলবার (১৫ আগস্ট) সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠেনে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ মন্তব্য করেন।

শেখ সেলিম বলেন, ‘কিছু খুনি যাদের সাজা হয়েছে, যারা বাইরে পলাতক আছে তাদের ব্যাপারে আমি পরিস্কার ভাবে বলে যেতে চাই। যে সমস্ত দেশে খুনিরা পালিয়ে আছে সেই সমস্ত দেশকে বলি, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই সমস্ত খুনিদের আমাদের হাতে তুলে দিন।’

জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধূরী এমদাদুল হকের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা যুব লীগ সভাতি জিএম শাহাবুদ্দিন আজম, জেলা ছাত্র লীগ সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।