বন্দুকযুদ্ধে আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না: এরশাদ

0
1024
blank
blank

ঢাকা: ক্রসফায়ার এবং বন্দুকযুদ্ধের মাধ্যমে আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। সোমবার সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে জাতীয় আইনজীবী ফেডারেশনের ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশে এখন কথায় কথায় ক্রসফায়ার আর বন্দুকযুদ্ধ চলছে। ক্রসফায়ার এবং বন্দুকযুদ্ধের মাধ্যমে আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না। আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হলে অপরাধীর বিচার নিশ্চিত করার পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। অনাচার বন্ধে পদক্ষেপ নিতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সুপ্রিমকোর্ট বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, সদস্য অ্যাডভোকেট মো. ইয়াহিয়া প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইনজীবী ফেডারেশনের আহ্বায়ক অ্যাডভোকেট শেখ মো. সিরাজুল ইসলাম।