“বর্ণাঢ্য আয়োজনে সিকৃবির একদশক উৎযাপন”

0
842
blank

মোশাররফ হোসন, সিকৃবিঃ শনিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৯ টায় ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরী প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে সিকৃবিতে এসে র্যালী শেষ হয় । পরে দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন ভিসি প্রফেসর গোলাম শাহী আলম। কেক কেটে অনুষ্ঠানের সূচনা হয়। বিকালে আলোচনাসভা, উক্ত সভা শুভেচ্ছা বক্তব্য রাখে সিকৃবি ছাত্রলীগ সারন সম্পাদক হৃত্বিক দেব ও সভাপতি শামীম মোল্লা, সিকৃবি ভিসি প্রফেসর ড. মোঃ গোলাম শাহী আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপর্চায প্রফেসর এম এ সাত্তার, সিকবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা মতিউর রহমান হাওলাদার, প্রক্টর মৃত্যুঞ্জয় বিশ্বাস, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করেন ঈশিতা দেব ও অভিজিত পাল। অনুষ্ঠানকে ঘিরে সিকৃবিতে উত্সাহ-উদ্দীপনা ও আনন্দের বন্যা বইছে।
আজ রবিবার বিকালে ক্রীড়া অনুষ্ঠান ও সন্ধ্যায় তিনটি ব্যান্ড দল, প্রথমে মঞ্চ মাতাবে সিকৃবির নিজস্ব ব্যান্ড মেট্রোরন তারপর মঞ্চে আসবে বুয়েটের ব্যান্ডদল কিটস্ , সবশেষে মঞ্চ কাপাবেঁ দেশ সেরা ব্যান্ডদল শিরোনামহীন।