বর্তমান সরকার বাঁক বদলের সরকার: তথ্যমন্ত্রী

0
470
blank
blank

ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, বর্তমান সরকার ‘বাঁক বদলের সরকার’। এপ্রসঙ্গে তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার গতানুগতিক ক্ষমতার হাত বদল হয়ে হয়নি। গত সাড়ে ৯ বছরে এ সরকারকে প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত অনেক জঞ্জাল সরাতে হয়েছে। অনেক সংস্কার করতে হয়েছে। সেখানে গণমাধ্যমের অবাধ স্বাধীনতা একটি ঝুঁকিপূর্ণ কাজ। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ঝুঁকিপূর্ণ কাজটিই করেছেন। তিনি গণমাধ্যমকে উন্মুক্ত করে গণতন্ত্রের বিকাশকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন।

পুরানা পল্টনে ‘সারাবাংলা ডট নেট’ অনলাইন সংবাদ পোর্টালের স্টুডিও উদ্বোধনে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন। এ সময় গাজী গ্রুপের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দ¯Íগীর গাজী বীর প্রতীক, গাজী গ্রুপের পরিচালক ও দৈনিক সারাবাংলার প্রকাশক বদরুল আলম খান, সারাবাংলা ডটনেট ও জিটিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, সারাবাংলার নির্বাহী সম্পাদক মাহমুদ মেনন খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।