বাংলাদেশের ভূখণ্ড বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহার করতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী

0
457
blank

ঢাকা: বাংলাদেশের ভূখণ্ড বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহার করতে দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ভারতের বিদায়ী হাই কমিশনার পঙ্কজ শরণ প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে এসময় শেখ হাসিনা তার কাছে এ মন্তব্য করেন বলে বৈঠকের পর সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

ইহসানুল করিম জানান, দুই দেশের মধ্যে নিরাপত্তা, যোগাযোগ, বিদ্যুৎ, বাণিজ্য ও বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, সংস্কৃতি এবং নাগরিকদের মধ্যে যোগাযোগ আরও বাড়বে বলেও বৈঠকে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করায় পঙ্কজ শরণকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।  এসময় প্রধানমন্ত্রী বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত চুক্তি বাস্তবায়নকে ঐতিহাসিক হিসাবেও উল্লেখ করেন।  ভারতের বিদায়ী হাই কমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন বলে জানান ইহসানুল করিম।