বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মানবাধিকার লঙ্ঘনে যুক্তরাজ্যের উদ্বেগ

0
504
blank
blank

ঢাকা: বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যুক্তরাজ্য উদ্বিগ্ন বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক। একই সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যুক্তরাজ্য পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি। বুধবার সকালে রাজধানীর বারিধারায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
এলিসন ব্লেক বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এবং আরও শক্তিশালী ও সমৃদ্ধ জাতি গঠনে যুক্তরাজ্য অবদান রাখতে পারে। আইনের শাসনের মাধ্যমে সুশীল সমাজের বিকাশ ও গণতান্ত্রিক অগ্রযাত্রা সমৃদ্ধ ও স্থিতিশীল সমাজ বিনির্মানের সবচেয়ে উত্তমপন্থা।