বাংলাদেশে বৃটেনের বিশেষ বাণিজ্যিক দূত সিলেটের রুশনারা আলী

0
1529
blank
blank

স্টাফ রিপোর্টার: বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনের লেবার দলীয় এমপি সিলেটের মেয়ে রুশনারা আলী বাংলাদেশে বৃটেনের বিশেষ বাণিজ্যিক দূত হিসেবে দায়িত্ব লাভ করেছেন। ১৪ই এপ্রিল, বৃহস্পতিবার বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাকে এ নিয়োগ দেন। পার্লামেন্টে সব দলের সমন্বয়ে গঠিত বিশেষ প্রোগ্রামের অধীনে তাকে এই নিয়োগ দেয়া হয়েছে। উন্নয়নশীল দেশগুলোকে অর্থনৈতিকভাবে সহযোগিতার লক্ষ্যে এবং সেসব দেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের জন্য এই ২০১২ সালে এই প্রোগ্রাম চালু করা হয়। বর্তমানে পার্লামেন্টে লেবার পার্টিসহ বিভিন্ন দলের ২৪ জন এমপি এবং পিয়ার বিশ্বের প্রায় ৫০টি দেশে ট্রেড এনভয় হিসেবে কাজ করছেন। সংশ্লিষ্ট দেশ সম্পর্কে ভালো ধারণা রয়েছে এবং এ বিষয়ে অভিজ্ঞতা, দক্ষতা এবং মেধাসম্পন্ন ব্যক্তিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী সরাসরি এই পদে নিয়োগ দিয়ে থাকেন। ট্রেড এনভয় হিসেবে দায়িত্ব পালনকালে রুশনারার মূল লক্ষ্য থাকবে বাংলাদেশের জলবায়ু সমস্যার বিষয়টির ওপর আলোকপাত করা এবং গার্মেন্টস সেক্টরের কর্মীদের মান বৃদ্ধিতে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ সহায়তা প্রদান।

দায়িত্ব গ্রহণ করে রুশনারা তার প্রতিক্রিয়ায় বলেন, এই নিয়োগে আমি আনন্দিত। ব্রিটেন এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ঐতিহাসিক এবং দীর্ঘদিনের। আর বাংলাদেশ আমার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমি হচ্ছি প্রথম বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ এমপি এবং আমার নির্বাচনী এলাকার তিন ভাগের একভাগ বাসিন্দা বাংলাদেশী বংশোদ্ভুত আমি চাই ব্রিটেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং জলবায়ু সমস্যা মোকাবিলায় বিশেষ ভূমিকা রাখুক। রুশনারা আলী এর আগে শাডো ডিএফআইডি মিনিস্টার, শ্যাডো এডুকেশন মিনিস্টার এবং পার্লামেন্টে ট্রেজারি সিলেক্ট কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি পার্লামেন্টে এনার্জি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জবিষয়ক সিলেক্ট কমিটির সদস্য এবং ওয়েস্টমিনিস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসির ভাইস চেয়ার।