বাংলার মানুষ চোখের সার্চ লাইটে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে: নজরুল ইসলাম খান

0
474
blank
blank

ঢাকা: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বাংলার ১৬ কোটি মানুষ তাদের ৩২ কোটি চোখের সার্চ লাইট দিয়ে জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ৩য় তলায় ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন নির্বাচন কমিশনের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধু দল নামের একটি সংগঠন এ আলোচনা সভা আয়োজন করে।
নজরুল ইসলাম খান বলেছেন, ‘নির্বাচন কমিশন (ইসি) গঠনে জনমতের প্রতিফলন ঘটেনি। রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটির ৫ জনের মধ্যে ৩ জনের নামই এসেছে ত্বরীকত ফেডারেশন নামক একটি অখ্যাত সংগঠনের প্রস্তাবনা থেকে। তাহলে সার্চ কমিটি গঠনের কি দরকার ছিল?’
তিনি বলেছেন, ‘৩২ বছর আগে বিএনপি করতেন বলে কে এম হাসানকে মেনে নেওয়া হয়নি। অথচ বর্তমানে যাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ও জনতার মঞ্চের অন্যতম সংগঠক।’
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আজম খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, জাতীয়তাবাদী বন্ধু দলের সাধারণ সম্পাদক মাহমুদ আহমেদ জিয়া, জাতীয়তাবাদী কর্মজীবী দলের সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন সরদার, প্রকৌশলী জসীম সরকার সরকার প্রমূখ।