‘বাংলা বসন্তে’ সরকার পতনের নকশা বিএনপির!

0
507
blank

আরব বসন্তের মতো এদেশে জাতীয় নির্বাচনের আগমুহূর্তে বাংলা বসন্তে সরকার পতনের নকশা আঁকছে বিএনপি। এ লক্ষে আন্দোলনের প্রকৃতিতে বড় ধরনের পরিবর্তন আনার কথা বলছেন দলটির শীর্ষ নেতারা। তবে, আন্দোলনের নামে অরাজকতা হলে তা কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিচ্ছেন আওয়ামী লীগের শীর্ষনেতারা।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাবাস করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলীয় প্রধানের মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কয়েকদিন রাজপথের আন্দোলনে দলটিকে সরব দেখা গেলেও এখন তা অনেকটাই স্তিমিত। এ অবস্থায় ঘরোয়া ও নিরুত্তাপ আন্দোলনের কর্মসূচি থেকে বেরিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে রাজনীতির মাঠে আবারো ঘুরে দাঁড়াতে চায় বিএনপি।

এ বিষয়ে বিএনপি’র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের আন্দোলনের ধারা অবশ্যই পরিবর্তন হবে। আমরা আরও কঠোর কর্মসূচি দিব। আরব স্প্রিংয়ের মতো বাংলাদেশেও পুনরাবৃত্তি হবে।’
জনসমর্থন বাড়িয়ে সংগঠিত হয়ে নির্বাচনের ঠিক আগমুহূর্তে নিজেদের শক্তির জানান দেয়ার কথা বলছে বিএনপি। তবে সহিংসতা হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি আওয়ামী লীগের।
হাফিজ আহমেদ বলেন, ‘আওয়ামী লীগের অনেক নেতা ব্যঙ্গ করে বলেন, বিএনপি’র আন্দোলন করার শক্তি নেই। নির্বাচন কাছে আসার পর তারা বিএনপির শক্তি দেখবে।’

অন্যদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেন, ‘আন্দোলনের নাম করে যদি নাশকতামূলক কর্মকাণ্ড করে তবে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী তা কঠোর হাতে দমন করবে।’
আইনি প্রক্রিয়ায় না এগিয়ে আন্দোলন করে বেগম জিয়ার মুক্তি সম্ভব নয় বলেও মন্তব্য হানিফের। তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়া ছাড়া আন্দোলন করে বেগম জিয়াকে মুক্ত করা সম্ভব নয়, এটা বিএনপিও জানে।’
কোনো দলের অযৌক্তিক দাবি মেনে নয়, সংবিধান মেনে নির্বাচন হবে বলেও মন্তব্য করেন ক্ষমতাসীন দলের এই নেতা।