বাজেটে পরিবহন, জ্বালানি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বেশি বরাদ্দ দেওয়া হবে: অর্থমন্ত্রী

0
497
blank
blank

আগামী বাজেটেও পরিবহন ও জ্বালানি খাতে গুরুত্ব দিয়ে বেশি বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ ছাড়া বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতও গুরুত্ব পাবে বলে জানান তিনি। রোববার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী এ কথা জানান।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি তাদের কথা বক্তব্য তুলে ধরেন।

২০১৭-১৮ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করা হবে আগামী ১ জুন। আর এই বাজেট পেশের জন্য পরামর্শ দিতে এরই মধ্যে বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছেন। এর অংশ হিসেবেই এই আলোচনা হয়।

আগামী বাজেটের আকার এখনো ঠিক হয়নি। তবে অর্থমন্ত্রী সম্প্রতি প্রাক-বাজেট আলোচনায় জানিয়েছেন বাজেটের আকার চার লাখ ৭০ হাজার কোটি টাকার মতো হবে।