বায়ু দূষণ প্রতিরোধে দুই সিটির পদক্ষেপ জানানোর নির্দেশ

0
626
blank
blank

ঢাকার বায়ু দূষণ নিয়ে উদ্বেগ জানিয়ে হাইকোর্ট বলেছেন, দূষিত বায়ু সেবনে নিঃশব্দে মানুষ মরছে কিন্তু কেউ গুরুত্ব দিচ্ছে না। বায়ু দূষণ নিয়ে এক রিট আবেদনের শুনানিতে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ মন্তব্য করেন।

একইসেঙ্গে বায়ু দূষণ প্রতিরোধে ঢাকার দুই সিটির পদক্ষেপ মঙ্গলবার জানানোর নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।
রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরশেদ বলেন, আদালত বলেছে যে, আজকের অসুস্থতার কারণে মানুষ দুকে দুকে মরছে। একজনকে গুলি করে মারলে হয়তো তার চিৎকারে সবাই জেনে যায়, যে ‍গুলি করে মেরেছে। বায়ু দূষণের কারণে যে মানুষ ধীরে ধীরে মারা যাচ্ছে। এ বিষয়ে কেউ দৃষ্টি দিচ্ছে না।