বিএনপিকে বাইরে রেখে দেশে কোনো নির্বাচন হবে না: ড. মোশাররফ

0
454
blank
blank

নিজস্ব প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপিকে বাইরে রেখে দেশে কোনো নির্বাচন হবে না। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে দূরে রাখতেই খালেদা জিয়াকে বন্দি করা হয়েছে। সরকার ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচনের স্বপ্ন দেখছে। এবার যদি বিএনপি নির্বাচনে যায় তাহলে সরকারের একদলীয় নির্বাচনের উদ্দেশ্য সফল হবে না। তাই বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে খালেদা জিয়াকে জেলে ঢুকানো হয়েছে। এসময় আগামী সংসদ নির্বাচনে সেনা মোতায়েনেরও দাবি জানান তিনি।

তিনি বলেন, সরকার জনগণকে ভয় পায়। তাই রাষ্ট্রের তিনটি স্থম্ভ আইন, বিচার ও নির্বাহী বিভাগকে ধ্বংস করে দিয়েছে সরকার। এই সরকার স্বৈরাচারী সরকার। আন্তর্জাতিক গোষ্ঠীও তাই বলেছে।
মঙ্গলবার বিকালে সিলেটের রেজিস্ট্রারি মাঠে বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করে সিলেট জেলা ও মহানগর বিএনপি। সমাবেশ উপলক্ষ্যে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে রেজিস্ট্রারি মাঠে আসেন দলীয় নেতাকর্মীরা।