বিএনপির দু’দিনের কর্মসূচি ঘোষণা

0
480
blank

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার রায়ের পর দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বৃহস্পতিবার নয়াপল্টনে রায়ের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোর সময় সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন।

তিনি জানান, শুক্রবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ করা হবে। শনিবার দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি। এর পরবর্তী কর্মসূচি পরে জানানো হবে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। ওই মামলায় তারেক রহমানসহ অন্য আসামিদের ১০ বছর করে কারাদণ্ড ঘোষণা করা হয়। এরপর খালেদা জিয়াকে পুরান ঢাকার কারাগারে নেয়া হয়।