বিএনপি ক্ষমতায় এলে দেশে বিভীষিকাময় দিন ফিরে আসবে: ওবায়দুল কাদের

0
457
blank

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে ২০০১ সালের মতো দেশে আবারও বিভীষিকাময় দিন ফিরে আসবে। তিনি বলেন, আপনাদের মনে আছে সেই ২০০১ সালের কথা। তারা (বিএনপি) আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি পুড়িয়েছে, পুকুরের মাছ ধরে নিয়েছে, গবাদি পশু নিয়ে গেছে। বুঝতে পেরেছেন বিএনপি আবার ক্ষমতায় এলে তারা কত ভয়ংকর হবে?ওবায়দুল কাদের মঙ্গলবার তাঁতী লীগের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
তাঁতী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শওকত আলীর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, কার্যকরী সভাপতি সাধনা দাশ গুপ্ত প্রমুখ বক্তব্য রাখেন।
বিএনপির আন্দোলনের ডাককে আষাঢ়ের তর্জন-গর্জন দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির কমিটিতে ৫৯৬ জন নেতা আছেন। ওনারা একসঙ্গে মাঠে নেমে মিছিল করতে পারেন না। নেতারা মাঠে না নামলে কর্মীরা কীভাবে মাঠে নামবে? বিএনপির আন্দোলন আষাঢ়ের তর্জন-গর্জন। বিএনপির নেতারা আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে। তাদের আবার আন্দোলন।
বিএনপি নেতা মওদুদ আহমদের বাড়ি হারানোর বিষয়টি নিজের আইনি যুক্তির ব্যর্থতাকে দায়ী করে ওবায়দুল কাদের বলেন, মওদুদ সাহেব সম্পর্কে বিএনপি যা বলছে, এসব কথায় মানুষ হাসে। আপনার বাড়ি সরকার নিয়ে যায়নি। দেশের সর্বোচ্চ আদালতের রায়ে বাড়ি ছাড়তে হয়েছে। আপনি নিজেই দুটি মামলার ফাইট করেছেন। তাহলে আপনার দুর্বল যুক্তির জন্য চলে গেছে।
তিনি বলেন, মওদুদ আহমদ একজন বিজ্ঞ আইনজীবী, একসময়ের আইনমন্ত্রী। দুইটা মামলা (খালেদা জিয়ার বাড়ির মামলাতেও আইনজীবী ছিলেন মওদুদ) তো আপনিই লড়লেন। বেগম জিয়ারটাও। আপনার দুর্বল যুক্তির জন্যই চলে গেছে।
আদালতের বিরুদ্ধে বিএনপি অপপ্রচার চালাচ্ছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, আদালত স্বাধীন ভাবে কাজ করছে একথা আপনারাই বলেন, আবার যখন নিজেরা হারেন তখন বলেন আদালত সরকারের কথায় রায় দিচ্ছে। আদালতের বিরুদ্ধে এসব অপপ্রচার বন্ধ করুন।
সূত্র : বাসস