বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

0
524
blank

লালমনিরহাটলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তে শফিকুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার ভোরে দইখাওয়া সীমান্তের ৯০৪ মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত যুবকের মরদেহ নিয়ে গেছে বিএসএফ।

নিহত শফিকুল ইসলাম উপজেলার আমঝোল গ্রামের একাব্বর আলীর ছেলে। লালমনিরহাট বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার পাগলীবাড়ি ১০০ নং বিএসএফ ক্যাম্পের সদস্যরা শনিবার ভোর রাতে হাতীবান্ধা দইখাওয়া সীমান্তের ৯০৪ মেইন পিলার ও ২নং সাব পিলারের কাছে ৫ থেকে ৭ জন বাংলাদেশি গরু আনতে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। এতে ঘটনাস্থলেই নিহত হন শফিকুল ইসলাম। পরে তার মরদেহ টেনে-হেঁচড়ে ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

হাতীবান্ধার দইখাওয়া বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোরর্শেদ বলেন, নিহত ওই বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত চেয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।