বিচার বিভাগের স্বাধীনতা আবারো প্রশাসনের হাতে পড়ল: মির্জা ফখরুল

0
551
blank

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা আবারো প্রশাসনের হাতে গিয়েই পড়ল। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আমরা বহু কথা ও আন্দোলন করেছি। সংসদে আইন পাশ হয়েছে। আর কোনোভাবেই এটাকে মুক্ত করা গেল না। দুর্ভাগ্য প্রধান বিচারপতি (এসকে সিনহা) যখন মুক্তির চেষ্টা করেছেন তখন তাকে পদ হারাতে হলো, পরবর্তীতে দেশ ত্যাগ করতে হয়েছে। আর আমরা কথা বলতে যাবো, প্রতিবাদ করলে নেমে আসে মামলার খড়গ।