বিজয়ের মাসেই নির্বাচন করতে চায় সরকার: ওবায়দুল কাদের

0
418
blank
বাংলাদেশে নির্বাচন এগিয়ে আনার জল্পনা খারিজ করে দিয়ে বাংলাদেশের সড়ক ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতায় বলেছেন, সরকার বিজয়ের মাসেই নির্বাচন করতে চায়। গত বুধবার তার সম্মানে বাংলাদেশ উপদূতাবাসে আয়োজিত এক সম্বর্ধনা সভায় মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, সময়ে নির্বাচন করাটা সরকারের সাংবিধানিক বাধ্যবাধকতা। ২০১৪’র ২৯ জানুয়ারি এই সরকার কাজ শুরু করেছিল।
নিয়ম অনুযায়ী তার তিন মাস আগে নির্বাচন করতে হবে। অর্থাৎ ২০১৮-র অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে কোনও এক সময়ে সাধারণ নির্বাচন করতে হবে। আমরা এক্ষেত্রে বিজয়ের মাস ডিসেম্বরকেই বাছাই করব।