বিজয় দিবস উপলক্ষে জগন্নাথপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

0
514
blank
blank

জগন্নাথপুর প্রতিনিধি : জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বৃহত্তর পীরেরগাঁও এলাকাবাসীর উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে শিশু কিশোরদের মধ্যে ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ,আলোচনা সভা ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে পীরেরগাঁও গ্রামের পীর বাড়ির মাঠে পীরেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীরামসী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পীরেরগাঁও সুন্নিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহনে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন পীরেরগাঁও গ্রামের পীরবাড়ির বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী পিজি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ তালহা আলম।

শিশু কিশোরদের মধ্যে বিভিন্ন ইভেন্টের খেলা পরিচালনা করেন যুবলীগ নেতা তছর আহমদ , ছয়ফুল ইসলাম, শিল্পি আরিফুজ্জামান, মতছির আলী, ছাত্রলীগ নেতা রাশেদুজ্জামান রিহান, জাহাঙ্গীর আলম পংকি, আলী হোসেন রনি , খান মুহাম্মদ জাহাঙ্গীর।

বর্ণিল সাজে সাজানো পীরবাড়ির মাঠে আয়োজিত ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়। পরে পুরস্কার বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান পীরেরগাঁও গ্রামের পীরবাড়ির বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী , শিক্ষানুরাগী দানশীল ব্যক্তিত্ব পিজি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ তালহা আহমদ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের বীর সেনানিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন মহান বিজয় দিবস বাঙ্গালী জাতির ইতিহাসে একটি আনন্দময় দিন।

তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের উৎসব সৃষ্টি হয়েছে উল্লেখ করে এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি মহান বিজয় দিবস উপলক্ষে শিশু কিশোরদের আনন্দ দিতে ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে এলাকাবাসী ও অনুষ্ঠান পরিচালনার সাথে সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন জানান।

সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য তৈয়ব মিয়া কামালির সভাপতিত্বে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শেখ মইনুল ইসলাম জাহান ও সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ৯নং ওর্য়াড যুবলীগের সামছুর রহমান মিঠুর যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সদস্য আব্দুল করিম জসিম, বিশেষ অথিতির বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সদস্য মো: খোরশেদ আলী, সিলেট ফাইরুজ ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সির চেয়ারম্যান এম এ লতিফ মিজান, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ লিলু মিয়া, ৯নং ওয়ার্ডের সাবেক সদস্য হাজি আলকাছ আলী, ৯নং ওয়ার্ডের সদস্য মো: আব্দুল আজিজ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন লিলু, ওয়ার্ড যুব লীগের জামাল হোসেন, পীরেরগাঁও কমিউনিটি ক্লিনিকের সি. এইস. সি. পি. ডা: বিপুল বৈদ্য, পীরেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আসাব উদ্দিন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য পলাশ আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট মুরব্বি গৌছ আলী, সিরাজ উদ্দিন, ছায়েদ আলী, ছমির আলী, সোহেল মিয়া, নুর উদ্দিন, আব্দুল মুতলিব, সুরুজ্জামান, জহুর আলী, জিল্লুর রহমার, তৌছ উদ্দিন, দানিছ উল্লাহ, এলাকার তরুণ সমাজকর্মী দুলাল আহমেদ, রাহেল আহমেদ সোহাগ, সবুজ আহমেদ, আবু লেইছ, আফরোজ আলী, সিরাজুল ইসলাম, সেলিম আহমদ, হাবিব প্রমূখ। পরে ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অথিতি সৈয়দ তালহা আলম ।