বিদেশী অশুভ শক্তির তোয়াক্কা করে না সরকার: সেতুমন্ত্রী

0
527
blank

ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বিদেশী অশুভ শক্তি সব সময় সোচ্চার রয়েছে। কিন্তু এসব তোয়াক্কাই করেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকাল ১১টার দিকে কক্সবাজারের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিদেশী শক্তির চাপে মাথা নত করার মতো নেত্রী নন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এর প্রমাণ অতীতে বহুবার দিয়েছেন তিনি। সেতুমন্ত্রী বলেন, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই এশিয়ান হাইওয়ের নির্মাণ কাজ শুরু হবে। এ সড়ক নির্মাণে ব্যয় হবে ৮৪ কোটি ৪৪ লাখ টাকা। প্রকল্প বাস্তবায়ন করবে সেনাবাহিনী। কক্সবাজারের উখিয়ার ঘুমধুম থেকে কাজ শুরু হবে বলে জানান তিনি।