বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন উদাহরণ: অর্থমন্ত্রী

0
569
blank
blank

ঢাকা: যে কোনো প্রকল্পে সরকারি ব্যয় ব্যবস্থাপনার অভাবে দেশে আসছে না প্রত্যাশিত বিদেশি বিনিয়োগ। পরিস্থিতি উত্তরণে ঢাল হিসেবে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোকে ব্যবহার করতে চায় সরকার। শনিবার (৫ অক্টোবর) মুন্সিগঞ্জের গজারিয়ায় জাপানি মোটরবাইক ব্র্যান্ড হোন্ডার উৎপাদন কার্যক্রম পরিদর্শন করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘১০০টি অর্থনৈতিক অঞ্চলে প্রচলিত নিয়মনীতির বাইরে গিয়ে হলেও সব রকমের সুবিধা দেবে সরকার।’

বিশ্বজুড়েই পাল্টাচ্ছে বিনিয়োগের ধারণা, শুধু সস্তা শ্রমনির্ভর শিল্পখাতে অর্থলগ্নিতে আগ্রহ হারাচ্ছেন বিনিয়োগকারীরা। ফলে যে কোনো ধরনের বিদেশি বিনিয়োগ, ঝুঁকছে দক্ষতা ও প্রযুক্তিনির্ভর খাতগুলোর দিকেই।

অর্থনীতিবিদরা মনে করছেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে রাজনৈতিক স্থিতিশীলতার চেয়েও জরুরি দুর্নীতি কমানো।

অর্থনীতিবিদ ড. খন্দকার ইব্রাহীম খালেদ বলেন, সবই ঠিক আছে। এখন হয়তো ক্যাসিনোটা সামনে আসায় সেটা চোখে লাগছে। তবে এটা ছাড়াও বিভিন্ন পর্যায়ে ঘুষ বা অন্যান্য অনিয়ম এসবের প্রভাব বেশি। বাইরে থেকে টাকা নিয়ে এসে এ ধরনের পরিবেশে কেউ বিনিয়োগ করতে চায় না।

যদিও সরাসরি বিদেশি বিনিয়োগ প্রবাহে অগ্রগতিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোর দিকে তাকিয়ে সরকার। হোন্ডা কারখানায় গিয়ে এমন পরিকল্পনার কথা জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে সব ধরণের সহযোগিতা করতে চায় বাংলাদেশ।