বিমানবন্দরে সিগারেটের বড় চালান আটক

0
543
blank
blank

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২০০ শলাকার ১ হাজার ৯৫০ কার্টন বিদেশি সিগারেট আটক করেছেন কাস্টম হাউসের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে বৈধতা নিয়ে সন্দেহ হওয়ায় ব্যাগেজগুলো আটক করে এসব সিগারেট পাওয়া যায়। গত ১০ আগস্ট এয়ার এরাবিয়ার (জি৯ ৫২৩) ফ্লাইটে শারজাহ থেকে চট্টগ্রামে পৌঁছে চালানটি।

চট্টগ্রাম কাস্টম হাউসের যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ মুকুল বাংলানিউজকে জানান, জব্দ করা সিগারেটের মধ্যে ‘৩০৩’ ব্রান্ডের ১ হাজার ৪১০ কার্টনে ২০০ করে মোট ২ লাখ ৮২ হাজার শলাকা এবং ‘ইজি’ ব্রান্ডের ৫৪০ কার্টনে ১ লাখ ৮ হাজার শলাকা রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লাখ ৬০ হাজার টাকা।