বিরোধী দল শূন্য করতে চক্রান্ত করছে সরকার: বিএনপি

0
512
blank

ঢাকা: দেশের রাজনীতি বিরোধী দল শূন্য করতে সরকার বিএনপির নেতাকর্মীদের ‘গ্রেপ্তার চক্রান্তে’ নেমেছে বলে অভিযোগ করেছে দলটি। মঙ্গলবার নয়াপল্টনে ‘ভাসানী ভবন মিলনায়তনে’ এক যৌথসভা শেষে এক বিবৃতিতে এ অভিযোগ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম এবং সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান।

ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম মিলনকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, ‘দেশব্যাপী বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রোজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট মামলা দায়েরের মাধ্যমে গ্রেপ্তার করে কারান্তরীণ রাখার অপকৌশল এখন সীমাহীন পর্যায়ে। বর্তমান শাসকগোষ্ঠী দেশকে বিরোধী দলশূন্য করতেই ধারাবাহিকভাবে এ ধরনের চক্রান্ত ও অপকর্ম সংঘটন করেই যাচ্ছে।’

মিলনকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা বলেন, ‘মাজহারুল ইসলাম মিলন একজন বলিষ্ঠ ছাত্রনেতা ও সরকারের অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হওয়ার কারণেই তিনি সরকারের প্রতিহিংসাপরায়ণ রাজনীতির শিকার হয়েছেন এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

তারা অবিলম্বে ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম মিলনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।