বিশ্বে উন্নয়নের বিস্ময় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

0
601
blank

সংসদ প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও সংসদনেতা শেখ হাসিনা বলেছেন, সারা বিশ্ব আজ বাংলাদেশের উন্নয়ন দেখে অবাক হচ্ছে। বিশ্বের কাছে উন্নয়নের বিস্ময় এখন বাংলাদেশ। তিনি বলেন, অর্থনীতি ব্যবস্থাপনায় বাংলাদেশ যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে বলেই উচ্চ প্রবৃদ্ধি অর্জনে বিশ্বের অনেক দেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছি। যেখানেই যাচ্ছি সেখানে কদর পাচ্ছি।

সোমবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সমাপনী বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সাধারণত সম্পূরক বাজেটের সমাপনী বক্তব্য দেন অর্থমন্ত্রী। তিনি অসুস্থ থাকায় তার পক্ষে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, প্রতি বাজেটেই সরকারের উন্নয়নের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে চাহিদা ও আকাঙ্ক্ষার প্রতিফলন বিবেচনায় নিয়ে সরকারের রাজস্ব আদায় ও ব্যয়ের প্রাক্কলন বাজেট করে থাকি। আর এই প্রাক্কলন সঙ্গত কারণেই কিছুটা বেশি করে থাকি। যে কারণে প্রাক্কলনে অনেকটা উচ্চাভিলাষী হওয়ার প্রয়োজন রয়েছে। এটা আমাদের সমৃদ্ধির আগামীর পথে নিয়ে যেতে অনুপ্রেরণা যোগায়। বিগত এক দশকে অসম্ভবকে সম্ভব করা, অজেয়কে জয় করা ও দুর্ভেদ্যকে ভেদ করা হয়েছে। কোনো মানুষের যদি উচ্চাভিলাষ না থাকে, সে কোনো কিছু অর্জন করতে পারে না। উচ্চাভিলাষ না থাকলে এসব অর্জন করা কখনোই সম্ভব হতো না।