বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে: বাণিজ্যমন্ত্রী

0
681
blank
blank

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের অবস্থান নতুন ধাপে উন্নীত হয়েছে। সমপ্রতি আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার মিটিংয়ে আমাদের খুব ভালো গুরুত্ব দিয়েছে এবার। আমরা এখন আর আগের অবস্থানে নেই। তারা আমাদের বিষয়ে অনেক জানতে আগ্রহী। তিনি বলেন, আমরা এবার
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রোগ্রামে প্রায় ১০০টির মতো প্রশ্ন পেয়েছি। তারা আমাদের কাছে এলডিসি থেকে উত্তরণ বিষয়ে জানতে চেয়েছে। গতকাল রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে ‘বাণিজ্য ও বিশ্ব বাণিজ্য সংস্থা’ বিষয়ক কর্মশালার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ইআরএফ এবং বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। টিপু মুনশি বলেন, বাংলাদেশের ব্যাপারে আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার সদস্যদের উৎসাহ অনেক। ওই কনফারেন্সে ৬৫টি দেশ উপস্থিত ছিল। তারা আমাদের বিষয়ে জানতে আগ্রহী। বিশেষ করে বাংলাদেশ কিভাবে এলডিসি দেশগুলোর মধ্যে লিড করেছে। এছাড়া ওই কনফারেন্সে আমরা আমাদের সমস্যা নিয়েও আলোচনা করেছি। ২০২৪ সালে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হলে কি করণীয় সে বিষয়েও কথা হয়েছে। তিনি বলেন, কোন কোন দেশের সঙ্গে আমরা শুল্কমুক্ত চুক্তি করব, কোন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করব- এসব বিষয়ে আলোচনা হয়েছে। সমপ্রতি আমরা চেক রিপাকলিকানদের সঙ্গে একটি চুক্তি করেছি। তারা বাংলাদেশে পাওয়ারসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম রাশিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক মুনির চৌধুরী।