বিশ্ব নেতৃত্বের সামনের কাতারে আজ শেখ হাসিনা

0
603
blank

ময়মনসিংহ: আজ বুধবার (৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রথম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দিপু মনি এমপি বলেছেন, ছাত্রলীগকে সোনার মানুষ হয়ে সোনার বাংলা গড়তে হবে এবং বিশ্ব নেতৃত্বের সামনের কাতারে আজ শেখ হাসিনা। তার নেতৃত্বে তথ্য প্রযুক্তি এখন প্রত্যন্ত অঞ্চলে চলে গেছে।

সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

এসময় সাইফুর রহমান সোহাগ বলেন, মেধাবী ও সাহসী শিক্ষার্থীরাই ছাত্রলীগ করে। আমরা যারা জাতির পিতার নেতৃত্বে যুদ্ধ করতে পারিনি, এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে অংশ নিবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয় পেতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে ছাত্রলীগের তৃণমূল নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন তিনি।

এস এম জাকির হোসাইন বলেন, ‘নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে বর্তমান সরকার কাজ করছে। সম্মেলনের মাধ্যমে যারা নতুন নেতৃত্বে আসবে তারা এই ময়মনসিংহকে একটি নিরক্ষরমুক্ত জেলা হিসেবে প্রধানমন্ত্রীকে উপহার দিবেন।’ এছাড়াও ব্যানার ফেস্টুনে নিজেদের প্রচার না করে সরকারের উন্নয়ন তুলে ধরার আহ্বান জানান তিনি।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসাইন, অ্যাডভোকেট মিজবাহ উদ্দিন সিরাজ, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম প্রমুখ।

বিশ্ববিদ্যালয় গাহি সাম্যের গান মঞ্চে অনুষ্ঠিত সম্মেলনে শাখা ছাত্রলীগের সভাপতি ছাব্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আপেল মাহমুদ।