ব্যবসায়ীরা ভালো থাকলে ব্যাংকগুলোও ভালো থাকবে

0
600
blank
blank

ঢাকা : বৃহত্তর স্বার্থে ব্যবসায়ীদের পক্ষে আছেন বলে মন্তব্য করলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ব্যবসায়ীরা ভালো থাকলে ব্যাংকগুলোও ভালো থাকবে। সচিবালয়ে বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর জুম প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
ঋণের কিস্তি না দিলেও কোনো ব্যবসায়ীকে ঋণখেলাপি ঘোষণা করা যাবে না—আগে এই সুযোগ দেওয়া হয়েছিল সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক গত সোমবার প্রজ্ঞাপন জারি করে তা ডিসেম্বর পর্যন্ত বাড়ায়। বলা হয়, ঋণের ওপর দণ্ড সুদ বা অতিরিক্ত মাশুলও আরোপও করা যাবে না এই সময়ে, বরং কেউ ঋণ শোধ করে নিয়মিত গ্রাহক হলে খেলাপি গ্রাহকের তালিকা থেকে বাদ দিতে হবে।