ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে সিঙ্গাপুর নেয়া হয়েছে

0
552
blank
blank

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র আইনজীবি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে সিঙ্গাপুর নেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১ টা ২৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারওয়েজের একটি ফ্লাইটে (ফ্লাইট নং SQ449 Airbus A330-300) তাকে সিঙ্গাপুর নেয়া হয়। তার ব্যক্তিগত সহকারি মো. মোকছেদুর রহমান আবির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
তিনি বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। আজ শারীরিক অবস্থার আরো অবনতি হলে সিঙ্গাপুর নেয়া হয়। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে তার মেরুদন্ডে অস্ত্রোপচার করা হবে। নিউরো সার্জন অধ্যাপক অং হি কিটের অধীনে মেরুদন্ডে অস্ত্রোপচার সম্পন্ন হবে। ব্যারিস্টার রফিক ইসলাম মিয়ার সঙ্গে তার সহধর্মিনী প্রফেসর ড. শাহিদা রফিক ও তার দুই ছেলে মাশরুর রফিক মিয়া ও শাহপুর রফিক মিয়া গেছেন।