ভিন দেশের স্বার্থে সরকার রামপাল বিদ্যুৎকেন্দ্র করছে: রিজভী

0
494
blank

ঢাকা: সরকার ভিন দেশের স্বার্থে সুন্দরবনের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, এই বিদ্যুৎকেন্দ্র ভারতে করার কথা ছিল। কিন্তু ভারতের জনগণ জায়গা না দেয়ায় এখন বাংলাদেশের সুন্দরবনের রামপালে করার চুক্তি করেছে।

তিনি বলেন, তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির লোকজন দেশকে ভালবাসে বলেই রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তি বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিল নিয়ে যেতে চাচ্ছিল। কিন্তু, তাদের মিছিলে সরকারের পুলিশ বাহিনী বর্বর কায়দায় হামলা চালিয়েছে। আমরা এ বর্বর হামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।