ভুটান গেলেন এরশাদ

0
479
blank
blank

বিশেষ প্রতিনিধি: রাজার আমন্ত্রণে চার দিনের সফরে ভুটান সফরে গেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সোমবার সকাল ৯টায় তিনি কই-৩০১ বিমানযোগে ভুটানের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। আগামী ১৪ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।

সফরসঙ্গী হিসেবে হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে ভুটানে গেছেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান ও মেজর মো. খালেদ আখতার (অব.)।

ভুটান যাওয়ার প্রাক্কালে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পার্টির চেয়ারম্যান এরশাদকে বিদায় জানান দলের কো-চেয়ারম্যান জি এম কাদের, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নোমান, যুবসংহতির সেক্রেটারি ফখরুল আহসান শাহজাদা প্রমুখ।