ভোক্তাদের আস্থা অর্জন ও রক্ষা করাই আর্থিক খাতের প্রধানতম লক্ষ্য: ড. আতিউর রহমান

0
777
blank
blank
ঢাকা: বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, বিশ্বাস বা আস্থাই আর্থিক খাতের মূল কথা। কারণ সব ধরনের লেনদেনই হয় বিশ্বাসের ভিত্তিতে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকা কালে আমি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তি আর আর্থিক খাত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছি, আর এভাবেই ভোক্তাদের আস্থা রক্ষা করার চেষ্টা করেছি।
শুক্রবার বাংলাদেশ অর্থনীতি সমিতির ২০তম দ্বিবার্ষিক কনফারেন্সে ‘অর্থশাস্ত্র ও নৈতিকতা: বিশেষ প্রায়োগিক ক্ষেত্রসমূহ’ শিরোনামের অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। অধিবেশনে এ বিষয়ে বেশ কয়েকটি গবেষণা নিবন্ধ উপস্থাপন করা হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল বারাকাত ও বাংলাদেশ অর্থনীতি সমিতির কোষাধ্যক্ষ ড. মোস্তাফিজুর রহমান।
ড. আতিউর বলেন, অর্থনীতি একটি নৈতিক বিজ্ঞান, এটি প্রায়োগিক দর্শনের একটি গুরুত্বপূর্ণ শাখা। সীমিত সম্পদের ওপর বিপুল পরিমাণ মানুষের জীবন নির্ভর করে। আর অর্থনীতি এই মানুষদের বহুবিধ এবং প্রায়শ পরস্পর বিরোধী মূল্যবোধ, স্বার্থ এবং ক্ষমতা নিয়ে কাজ করে।