ভ্যাট বাড়লেও পণ্যের দাম বাড়বে না: অর্থমন্ত্রী

0
516
blank
blank

নিজস্ব প্রতিবেদক: ভ্যাট বাড়লেও পণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা ভ্যাট দেবেন। ভ্যাটের হার বাড়েনি, আওতা বেড়েছে। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

মুহিত বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগে অতিদরিদ্রের সংখ্যা কমেছে। শিক্ষায় বরাদ্দ বেড়েছে। ইংলিশ মিডিয়াম ছাড়া অন্য কোনো শিক্ষায় কোনোরকম কর বাড়েনি। চালের দাম বৃদ্ধি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, সরকারি উদ্যোগে চাল কেনা হবে জিটুজি পদ্ধতিতে। এজন্য আমরা টেন্ডারেরও আহ্বান করেছি।

কৃষকদের পুষিয়ে দেওয়ার জন্যই আমরা তাদের কাছ থেকে চাল কিনে থাকি। কৃষকের কাছ থেকে সরকার জোর করে চাল ক্রয় করে না। হাওর এলাকায় দুস্থ জনগোষ্ঠীর খাদ্য সহায়তা (ভিজিএফ) চলছে। সম্প্রতি উপকূলে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় মোরা এলাকায় সরকারের সাহায্য সহযোগিতা দেওয়া হচ্ছে।