ভ্রাম্যমান আদালতের অভিযানে ছাতকে দু’লাখ টাকা জরিমানা

0
597
blank
blank

ছাতক (সুনামগ) প্রতিনিধি: ছাতকে ভ্রাম্যমান আদালতের অভিযানে পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দু’ ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের জামুরা এলাকায় পিয়াইন নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম কবির।

পিয়াইন নদীতে দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কোম্পানীগঞ্জ উপজেলার আমবাড়ী গ্রামের হাজী তৈমুছ আলীর পুত্র সুজন মিয়া ও তার সহোদর কমর উদ্দিন।

ভ্রাম্যমান আদালতের অভিযানের খবর পেয়ে ড্রেজারের লোকজন ড্রেজার ফেলে পালিয়ে যায়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ গোলাম কবির ঘটনাস্থল থেকে বালু উত্তোলনকারী সুজন মিয়া ও কমর আলীকে আটক করে তাদের বিরুদ্ধে এ দন্ডাদেশ দেন। পরে জরিমানার টাকা পরিশোধ করার পর তাদের ছেড়ে দেয়া হয়। এসময় থানা পুলিশসহ সরকারী লোকজন উপস্থিত ছিলেন।