মতিউর রহমান নিজামীর আপিলের রায় ৬ই জানুয়ারি

0
462
blank
blank

ঢাকা: কাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ড প্রাপ্ত জামায়াতের ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর আপিলের চূড়ান্ত রায় আগামী ৬ই জানুয়ারি নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। মঙ্গলবার সকালে উভয় পক্ষের শুনানি শেষে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ রায়ের এই তারিখ নির্ধারণ করেন। বেঞ্চের বাকি বিচারকরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ  হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত আছেন- অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম। তিনি গতকাল সোমবার রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন। পরে অ্যাটর্নি জেনারেল বলেন, মঙ্গলবারই নিজামীর মামলার কার্যক্রম শেষ হতে পারে। এর আগে গত ২রা ডিসেম্বর আসামিপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে। উল্লেখ্য, ২০১৪ সালের ২৯শে অক্টোবর চেয়ারম্যান বিচারপতি এম. ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মাওলানা মতিউর রহমান নিজামীকে মৃত্যুদন্ডের রায় দেয়। এই রায়ের বিরুদ্ধে একই বছরের ২৩ নভেম্বর সুপ্রিম কোর্টে আপিল করেন নিজামী।