মন্ত্রিসভায় রদবদলের আভাস ওবায়দুল কাদেরের

0
477
blank

মন্ত্রিসভায় রদবদল হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই কথা বলেন।

ওবায়দুল কাদেরকে প্রশ্ন করা হয়, জাতীয় পার্টির নতুন রাজনৈতিক জোটের প্রেক্ষাপটে মন্ত্রীসভায় নতুন মুখ দেখা যাবে কী না। জবাবে তিনি বলেন, মন্ত্রিসভায়তো রদবদল হয়, একটা হবে, অনেকদিনতো হয়ে গেছে। তবে আওয়ামী সাধারণ সম্পাদক জানান, মন্ত্রিসভায় রদবদল হলে সেখানে কারা থাকবেন সেটা প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন। সেতুমন্ত্রী বলেন, ঠিক কখন রদবদল হবে সেটা কেউ জানে না।

উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পর সরকার সর্বশেষ গত বছরের জুলাইয়ে মন্ত্রিসভায় রদবদল হয়েছিল। সেই সময়ে আওয়ামী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার থেকে সরিয়ে জনপ্রশাসনের মন্ত্রী করা বেশ আলোচিত হয়েছিল।