মাদকের বিরুদ্ধে অভিযান সমর্থন করে আ.লীগ, ক্রসফায়ার না: কাদের

0
526
blank

ঢাকা: মাদকের বিরুদ্ধে চলমান অভিযান সমর্থন করলেও ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী-ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (২৪ মে) দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনেউতে সড়ক নিরাপত্তা ক্যাম্পেইন এবং বিআরটিএ পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় তিনি তার পূর্বের কথার রেশ ধরে বলেন, বদিসহ প্রভাবশালী কেউ মাদকের সাথে জড়িত থাকলে তাদেরও অভিযানের আওতায় আনা হবে।

কাদের বলেন, ‘মাদকবিরোধী অভিযানে স্বয়ং প্রধানমন্ত্রী সমর্থন জানিয়েছেন। মাদকবিরোধী অভিযান আমিও সমর্থন করি। কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করি না। আওয়ামী লীগের কোনো নেতাও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না।’

মাদকের সাথে যত বড় ক্ষমতাশালী জড়িত থাক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

মাদকের সাথে একজন সংসদ সদস্য জড়িত সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একজন সাংসদকে প্রমাণ ছাড়া কখনো গ্রেপ্তার করা যায় না। কিন্তু কাউকে ছাড় দেয়া হবে না।’

মন্ত্রী আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে সোচ্চার হওয়া উচিত। মাদকের বিরুদ্ধে বিএনপি একটি শব্দও উচ্চারণ করেনি। মাদকের বিরুদ্ধে যখন সরকার উদ্যোগ নিয়েছে বিএনপি কাছে তখন এটা ভাল লাগছে না। সরকার কোনো ভালো কাজই বিএনপির ভাল লাগে না। জনগণের কাছে প্রশংসিত হলেও বিএনপির কাছে ভালো লাগে না।’