মালয়েশিয়ায় অভিযানে ৭৬৭ বাংলাদেশি আটক

0
526
blank

ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের নেতৃত্বে সমন্বিত এক অভিযানে ৭৬৭ বাংলাদেশিসহ ৯৩৬ জন অবৈধ নির্মাণ শ্রমিককে আটক করা হয়েছে। রোববার নেগরি সেমবিলান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের নেতৃত্বে পরিচালিত সমন্বিত অভিযানে মালয়েশিয়ার জিমাহর পোর্ট ডিকসন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা এ তথ্য জানিয়েছে।
নেগরি সেমবিলান ইমিগ্রেশনের পরিচালক হাপদজান হুসাইনি জানান, আটক ব্যক্তিদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে ৭৬৭ জন বাংলাদেশি ছাড়াও পাকিস্তানের ৮০, ভারতের ৫০, ইন্দোনেশিয়ার ২২, শ্রীলংকার ১৩, মিয়ানমারের ৩ ও নেপালের একজন নাগরিক রয়েছে।
এক বিবৃতিতে হাপদজান জানান, ভ্রমণসংক্রান্ত কাগজপত্র জালিয়াতি করে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় মালয়েশিয়ায় অবস্থানসহ বিভিন্ন অভিযোগে তাদের আটক করা হয়েছে।